কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৬) এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে ভৈরব-ময়মনসিংহ রেল পথের উপজেলার শম্ভুপুর রেলগইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ভৈরব-ময়মনসিংহ রেলপথের উপজেলার শম্ভুপুর রেলগইট এলাকায় এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় পাশে গুরুতর আহত অবস্থায় দেড় বছরের একটি শিশু পড়ে ছিল। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে। এছাড়াও মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস জানান, মরদেহের ফিঙ্গার প্রিন্ট নেওয়ার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) জানানো হয়েছে। এছাড়াও নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।