কুষ্টিয়ায় করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩

কুষ্টিয়ায় করোনায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে।বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।মৃতদের মধ্যে ১০ জনের করোনা পজিটিভ ছিল। বাকিদের করোনার উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।তিনি জানান, বর্তমানে হাসপাতালে ২২১ করোনায় আক্রান্ত রোগী ও ৬৪ জন উপসর্গ নিয়ে মোট ২৮৫ জন ভর্তি রয়েছেন।এদিকে পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০.৫৩ শতাংশ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আনন্দ মুখর পরিবেশে কেরানীগঞ্জ প্রেসক্লাবে ফল উৎসব অনুষ্ঠিত

নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত