বাংলাদেশ মানবাধিকার কমিশনের গভর্নর আমিনুল হক বাবু বলেন, করোনার এই মহাসংকট আমাদের অনেক কিছু শিখিয়েছে। এটি কঠিন বাস্তবতা। আর্থিক অনটনে শহরে টিকতে না পেরে অনেকে গ্রামে চলে যাচ্ছে। সামনের দিনগুলোতে এ সমস্যা থেকে উত্তরণ হতে হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। বড় বড় করপোরেট গ্রুপ যদি নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করে তাহলে এ সমস্যার কিছুটা হলেও সমাধান হবে। তিনি বলেন, জব সিকিউরিটি একটি বড় বিষয়। এটি নিয়ে কাজ করা এখন সময়ের দাবি। করোনায় অনেক ছোট ব্যবসা প্রতিষ্ঠান তাদের কর্মী ছাঁটাই করেছে। কিন্তু এ সুযোগের অপব্যবহার করে অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠানও এ কাজ করেছে। তাই সরকারকেই দায়িত্ব নিয়ে জব সিকিউরিটির বিষয়টি নিশ্চিত করতে হবে।