নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে লকডাউনের চতুর্থ দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লকডাউনের বিধিনিষেধ না মানায় ৭৮টি মামলায় ৫৮ হাজার ২শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (৪ জুলাই) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এ তথ্য জানান। তিনি জানান, জেলায় কঠোরভাবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার সদস্যরা লকডাউন বাস্তবায়নে কাজ করছেন। এর মধ্যে যারা নিয়ম মানেননি এবং বিনা প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন তাদের ভ্রাম্যমাণ আদালতের শাস্তির আওতায় আনা হয়েছে। আজ মোট ৭৮টি মামলায় ৫৮ হাজার ২শ টাকা অর্থদণ্ড করা হয়েছে।