কোপা আমেরিকার সেমিতে যে যার মুখোমুখি

কোপা আমেরিকার সেমিতে যে যার মুখোমুখি
স্পোর্টস ডেস্ক : শেষ হয়েছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা। ফলে চূড়ান্ত হয়েছে এবারের আসরের সেমিফাইনালের লাইনআপ।আয়োজক এবং শিরোপাধারী ব্রাজিল শেষ চারে লড়বে পেরুর বিপক্ষে। আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে কলম্বিয়াকে।বাংলাদেশ সময় রোববার ভোরে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। দিনের আগের ম্যাচে উরুগুয়েকে টাইব্রেকারে হারিয়েছে কলম্বিয়া।ব্রাজিল বনাম পেরু ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই ভোর ৬টায়। অন্যদিকে ৭ জুলাই সকাল ৭টায় আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। নিজ নিজ সেমিফাইনালে জিতলেই ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখবে ফুটবল বিশ্ব।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি