আফগানিস্তানের মূল বিমান ঘাঁটি ত্যাগ করলো মার্কিন সেনারা

আফগানিস্তানের মূল বিমান ঘাঁটি ত্যাগ করলো মার্কিন সেনারা
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় ২০ বছর পর আফগানিস্তানে নিযুক্ত মার্কিন সেনারা দেশটির বাগরামে অবস্থিত বিমানঘাঁটি ত্যাগ করেছে। আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণার অংশ হিসেবে শুক্রবার সেনাদের সরিয়ে নিল যুক্তরাষ্ট্র।মার্কিন সেনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাগরামের এই ঘাঁটি কাবুল থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। এখান থেকেই তালেবান ও জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনা করা হতো।  নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আফগানিস্তানে নিযুক্ত যৌথবাহিনীর সব সদস্য বাগরাম ঘাঁটি ত্যগ করেছেন।  তবে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী ঘাঁটিটির নিয়ন্ত্রণ পেয়েছে কি না তা এখনও নিশ্চিত করা যায়নি।  পূর্ব ঘোষণা অনুযায়ী জোট বাহিনীর ১৯টি দেশ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। এরইমধ্যে জার্মানি, ইতালি ও পর্তুগাল সেখান থেকে সব সেনা ফিরিয়ে নিয়েছে।  বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা হলে দেশটিতে তালেবানরা শক্তিশালী হয়ে উঠতে পারে। চলে আসতে পারে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

ফরিদপুরে ৮ জনের মনোনয়নপত্র বাতিল