নিজস্ব প্রতিবেদক : আগামী দু’দিনের মধ্যে মডার্না-সিনোফার্মার ৪৫ লাখ টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।শনিবার (১ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।জাহিদ মালেক বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামীকাল রাত সাড়ে ১১টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ টিকা পৌঁছাবে। আমরা সেটা গ্রহণ করবো। ওইদিন রাতেই সাড়ে ১২টার দিকে সিনোফার্মার ১১ লাখ টিকা পৌঁছাবে, আমরা সেটাও গ্রহণ করবো।স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পরের দিন অর্থাৎ ৩ জুলাই, মর্ডানার আরও ১৩ লাখ টিকা রাত সাড়ে আটটায় দেশে পৌঁছাবে। এদিন ভোর পাঁচটায় সিনোফার্মার আরো ৯ লাখ টিকা দেশে আসবে। মর্ডানা ও সিনোফার্মার এই দুই ধরনের টিকা দেশে এলে আমরা মোট ৪৫ লাখ টাকা পেয়ে যাবো। এর পরেই আমরা টিকার কর্মসূচি শুরু করে দিতে পারবো।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।