নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সরকারি বিধিনিষেধের মধ্যে শিল্প-কারখানাসমূহ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ, সকল প্রকার যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে।বৃহস্পতিবার (১ জুলাই) থেকে এমন বিধিনিষেধ দিয়ে বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।এতে বলা হয়, শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে।আর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে ব্যাংকিং কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে বলে জানা গেছে।