ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের প্ররোচনায় দুদক ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করেছে বলে অভিযোগ করেছেন করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।সোমবার (২৯ জুন) জাতীয় প্রেসক্লাবে নিজের ও পরিবারের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশের বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মেয়র তাপস নিজের সীমাহীন দুর্নীতি ও ব্যর্থতা ঢাকতে বারবার আমার ওপর অভিযোগ করে আসছেন। তারই অংশ হিসেবে আমাকে ও আমার পরিবারকে হেনস্থা করার লক্ষ্যে দুদককে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আবেদন করতে প্ররোচনা দিয়েছেন বলে আমার বিশ্বাস।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।