কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ 
কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ইউটার্নে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।  শুক্রবার (১৮ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।নিহতরা হলেন, ঢাকার নতুন বাড্ডা এলাকার মিরাজ হোসেন (১৮), রামপুরা এলাকার বেলাল হোসেন (৩৫) ও লক্ষীপুর জেলার হামন্দী এলাকার ফখরুল আলম দুলাল (৫২)। নিহত বেলাল প্রাইভেটকার চালক। আহত হয়েছেন মাহবুব নামের একজন।  স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৭ জুন) দিনগত শেষ রাতে ঢাকামুখী একটি বাস ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিহত মিরাজের বড় ভাই মো. মনির বলেন, নোয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে বের হয় মিরাজ। শেষ রাতে দুর্ঘটনার খবর পাই।ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাইভেটকার চালক বেলাল ঢাকায় নেওয়ার পথে মারা যান। আমরা বাস ও প্রাইভেটকারটিকেও থানায় নিয়ে এসেছি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি