বাংলাদেশের প্রায় সকল অঞ্চলেই পান চাষ করা হয়। তবে রাজশাহী, খুলনা, বরিশাল, দিনাজপুর, রংপুর ও চট্টগ্রাম জেলা পান চাষের জন্য বিখ্যাত।
চট্রগ্রামের মহেশখালীর পান দেশে বিদেশে সমাদৃত। মহেশখালির পান নিয়ে রয়েছে মজার মজার কাহিনি, আর রোমান্টিক যত গান।
রাজধানীর ফরাশগঞ্জ, শ্যামবাজার বুড়িগঙ্গা নদীর পাড় এলাকার পানের আড়ৎগুলো ঘুরে দেখা যায় আড়তের শ্রমিকরা ব্যস্ততায় সময় পার করছে।
শ্যামবাজার ঘাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা নৌকা ভর্তি পানের ঝুড়িগুলো আড়তে তুলছেন শ্রমিকরা। আড়তে পানের ঝুড়ি আনার পরে তা খুলে ছোট বড় ও মাঝারি সাইজের পান গুলোকে আলাদা করা হয়।
পানগুলো আলাদা আলাদা ঝুড়িতে ভরে তা পাইকারি বিক্রেতার কাছে পাঠানো হয়। পাইকারি বিক্রেতারা ছোট-বড় পান এক সঙ্গে বিড়া বানিয়ে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করেন।
পানের দাম গ্রীষ্মকালের চেয়ে বর্ষাকালে দাম চড়া হয়ে থাকে। সাধারণত ভালো মানের পানের প্রতি পোন বা বিড়া বিক্রি হয় ২০০-২৫০০ টাকা, মাঝারি মানের প্রতি পোন পান বিক্রি হয় ১৬০ টাকায় ও ছোট আকারের পানের প্রতি পোন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, ভালো মানের পানের প্রতি গাদি (৮০ পোন/বিড়া) বর্তমানে বিক্রি হচ্ছে ২২-২৩ হাজার টাকা, মাঝারি মানের প্রতি গাদি পান বিক্রি হচ্ছে ২০ হাজার টাকায়, ছোট পানের প্রতি গাদি বিক্রি হচ্ছে আট হাজার টাকা।ফরাশগঞ্জ কাজল পান হাউজের মালিক জাকির হোসেন জানান, এ বছর শুরুতে তাপপ্রবাহ বেশি ও বৃষ্টিপাত কম হওয়ায় পানের তেমন ফলন হয়নি তাই আমাদের পানের গাদি কিনতে হয়েছে একটু বেশি দামে। তবে আমাদের পানের বনিক সমিতি মার্কেটে এর প্রভাব তা পড়তে দেয়নি।