গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।শনিবার (১২ জুন) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ইকবাল হাসান জানান, ভোর রাত ৩টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় টিনশেডের একটি বস্তিতে আগুন লাগে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে টিনশেড বস্তির ২৫/৩০টি কক্ষ এবং ওইসব কক্ষে রাখা ঝুট পুড়ে গেছে। আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।