কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় স্বামীর হাতুড়ির আঘাতে পলি খাতুন (২৬) নামে আহত এক গৃহবধূ মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত পলি খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। ঘাতক স্বামী আবু বক্কর একই এলাকার সাবেক গ্রাম পুলিশ আয়ূব আলীর ছেলে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ০২ জুন বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বাগ-বাকবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে পলি ঘুমিয়ে পড়লে তার স্বামী আবু বক্কর ঘুমন্ত অবস্থায় একাধিকবার লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর জখম হয় সে। এসময় তাদের ছেলে চিৎকার করলে আবু বক্কর পলিকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।মিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এএসআই সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনার পর থেকে অভিযুক্ত আবু বক্কর পলাতক রয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।