রাউজান আদ্যাপীঠে ভারতীয় সহকারী হাইকমিশনের বৃক্ষরোপণ

রাউজান আদ্যাপীঠে ভারতীয় সহকারী হাইকমিশনের বৃক্ষরোপণ
নিউজ ডেস্ক :চট্টগ্রাম ভারতের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন সামনে রেখে দেশটির হাইকমিশন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে।  ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের উদ্যোগে শুক্রবার (৪ জুন) বিকেল ৫টায় রাউজানের অন্নদা ঠাকুর আদ্যাপীঠে ফলদ গাছের চারা রোপণ করা হয়।প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী লিচু গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।  অনুষ্ঠানে অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, মন্দিরের পুরোহিত টি চক্রবর্তী, পরিচালনা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।  এ কর্মসূচিতে অন্নদা ঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের নাম গুরুত্ব সহকারে বিবেচনা এবং কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামকে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শ্রমিক নেতা থেকে গুন্ডা বাহিনীর প্রধান হয়েছে শাজাহান খান: আব্দুল মোনায়েম মুন্না

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক