আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিদের সংগঠন জিউশ অ্যাজেন্সির চেয়ারম্যান আইজ্যাক হারজগ হচ্ছেন ইসরায়েলের ১১তম প্রেসিডেন্ট।বুধবার (০২ জুন) জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়। দেশটির আইনসভা নেসেটে এক গোপন ভোটাভুটিতে আইজ্যাক পেয়েছেন ৮৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শিক্ষাবিদ মিরিয়াম পেরেজ পেয়েছেন ২৭ ভোট। পেরেজ জয়ী হতে পারলে তিনি হতেন ইসরায়েলের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট। নতুন নির্বাচিত প্রেসিডেন্ট আইজ্যাকের বাবা চেইম হারজগ ছিলেন ইসরায়েলের ৬ষ্ঠ প্রেসিডেন্ট। ইসরায়েলের ইতিহাসে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের হিসাবে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। আইজ্যাক ৯ জুলাই বর্তমান প্রেসিডেন্ট রিউভেন রিভলিনের মেয়াদ শেষ হওয়ার পর দায়িত্ব গ্রহণ করবে।