দেশে ফের বাড়ছে করোনায় মৃত্যু

দেশে ফের বাড়ছে করোনায় মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : দেশে হঠাৎ বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১ জন এবং শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন।এদিকে, গত দুইদিনে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল যথাক্রমে ৩৬ জন (সোমবার) ও ৩৪ জন (রোববার)।এর আগে ২৯ মে মারা যায় ৩৮ জন। তারও আগে ২৫ মে ৪০ জন মারা যায়। মাঝের দিনগুলোতে মৃত্যুর সংখ্যা ওঠানামা করলে ৪১ জন ছাড়ায়নি।২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম নতুন করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়। পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। তারপর ধীরে ধীরে বাড়তে থাকে সংক্রমণ। গত বছরের শেষ দিকে এসে কমতে থাকে সংক্রমণ।এ বছরের মার্চ থেকে করোনার সংক্রমণ ফের বেড়ে যায়। মার্চের প্রথমার্ধেই দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের ওপরে চলে যায়। বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। গত ২৬ মার্চের বুলেটিনে আগের ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু খবর দেওয়া হয়, সেখানে এক মাস পর ২৫ এপ্রিলের বুলেটিনে ১০১ জনের মৃত্যুর কথা জানানো হয়।করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়, যা এখনও বহাল। এ বিধিনিষেধে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।মঙ্গলবার (১ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৬০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৭৬৫ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ২ হাজার ৩০৫ জনে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি