সপ্তাহের সব কার্যদিবসে চলবে ভার্চ্যুয়াল আপিল বিভাগ

সপ্তাহের সব কার্যদিবসে চলবে ভার্চ্যুয়াল আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক : আগামী মঙ্গলবার (১ জুন) থেকে সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার ভার্চ্যুয়ালি আপিল বিভাগের কার্যক্রম চলবে।  প্রধান বিচারপতির আদেশক্রমে সোমবার (৩১ মে) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা।বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় প্রধান বিচারপতির অনুমোদনক্রমে আপিল বিভাগের এক নম্বর কোর্ট তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আগামী মঙ্গলবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত  সপ্তাহের প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে (বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  বিরতি) দুপুর দেড়টা পর্যন্ত বিচার কার্যক্রম পরিচালিত হবে।  এর আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে গত ১২ এপ্রিল থেকে ভার্চ্যুয়ালি আপিল বিভাগের এক নম্বর কোর্ট প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিচার কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হতো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি