জোয়ারের পানিতে ভেসে গেছে দুই সহস্রাধিক ঘের, ক্ষতি দেড় কোটি টাকার 

জোয়ারের পানিতে ভেসে গেছে দুই সহস্রাধিক ঘের, ক্ষতি দেড় কোটি টাকার 

তবে ঘেরের সংখ্যা ও ক্ষতির পরিমাণ আরও বেশি বলে দাবি করেছেন জেলা চিংড়ি চাষি সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম সুমন।  তিনি বলেন, ঘূর্ণিঝড় ইয়াস ও জোয়ারের প্রভাবে এখন পর্যন্ত জেলার দুই থেকে আড়াই হাজার মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চাষিদের অন্তত চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। রামপাল, মোংলায় অনেক বড় বড় ঘের ভেসে গেছে। ওয়াপদার বাইরে থাকা ঘেরগুলোর বেশি ক্ষতি হয়েছে। রাতের জোয়ারে পানি বাড়লে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরও কয়েকগুন বাড়বে বলে জানান তিনি।

রামপাল উপজেলার চিংড়ি চাষি শাহরিয়ার শেখ বলেন, রাতের বৃষ্টিতে ঘেরের পাড় বেশ নাজুক হয়ে যায়। পরবর্তীতে সকালের জোয়ারে আমার ঘেরের পাড়ের কয়েক জায়গা ভেঙে পানি প্রবেশ করে ভেতরে। এতে আমার কয়েক লাখ টাকার বাগদা চিংড়ি বের হয়ে গেছে।মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের মাহতাব হাওলাদার বলেন, রাতেই একটি ঘেরের পাড় ভেঙে যায় আমার। সকালের জোয়ারে আরও একটি ঘেরের পাড় উপচে পানি প্রবেশ করে। মাছও বের হয়ে যায়। ঘেরের অবস্থা এমন যে একবার পানি যাওয়া-আসা করলেই মাছ বের হয়ে যায়। শুধু আমার নয় এলাকার অনেকেরই এভাবে ঘেরের মাছ বেরিয়ে গেছে।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী চার উপজেলার অন্তত ২ হাজার ৯১টি মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে চাষিদের এক কোটি ৫১ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা ওয়ারী ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি শুরু হয়েছে। এসব চাষিদের সহায়তা দেওয়ার জন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে চেষ্টা করা হবে বলে জানান তিনি।

..

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি

নারায়ণগঞ্জ -১ আসনে রূপগঞ্জে খেলাফত মজলিসের মনোনীত মুফতি আব্দুল কাইয়ুম মাদানীর মনোনয়নপত্র দাখিল