চট্টগ্রাম প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে কর্ণফুলী নদীর জোয়ারের পানি উঠে গেছে চট্টগ্রাম বন্দরের কনটেইনার ইয়ার্ডগুলোতে।বুধবার (২৬ মে) দুপুর ১২টার দিকে বিভিন্ন ইয়ার্ডে হাঁটুপানি জমে যায় বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা।সূত্র জানায়, বন্দরের সিসিটি রেফার ইউনিট, এনসিটি, আইসিডি ইউনিট, ওভার ফ্লো ইয়ার্ডসহ ৪ নম্বর গেটের সড়কে পানি উঠেছে।বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ভরা জোয়ারে নিচু ইয়ার্ডে পানি উঠলেও ঘণ্টাখানেকের মধ্যে নেমে যাবে। এতে উদ্বেগ বা আতঙ্কের কিছু নেই। আমি সরেজমিন পরিদর্শনের পর বিস্তারিত জানাতে পারবো।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।