চট্টগ্রাম প্রতিনিধি : ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার প্রভাবে কর্ণফুলী নদীর জোয়ারের পানি উঠে গেছে চট্টগ্রাম বন্দরের কনটেইনার ইয়ার্ডগুলোতে।বুধবার (২৬ মে) দুপুর ১২টার দিকে বিভিন্ন ইয়ার্ডে হাঁটুপানি জমে যায় বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা।সূত্র জানায়, বন্দরের সিসিটি রেফার ইউনিট, এনসিটি, আইসিডি ইউনিট, ওভার ফ্লো ইয়ার্ডসহ ৪ নম্বর গেটের সড়কে পানি উঠেছে।বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, ভরা জোয়ারে নিচু ইয়ার্ডে পানি উঠলেও ঘণ্টাখানেকের মধ্যে নেমে যাবে। এতে উদ্বেগ বা আতঙ্কের কিছু নেই। আমি সরেজমিন পরিদর্শনের পর বিস্তারিত জানাতে পারবো।