চলে গেলেন ‘দিদি তেরা দেবর দিওয়ানা’র সুরকার 

চলে গেলেন ‘দিদি তেরা দেবর দিওয়ানা’র সুরকার 
বিনোদন ডেস্ক : বলিউডের বর্ষীয়ান সুরকার বিজয় পাতিল ওরফে লক্ষ্মণ আর নেই। প্রখ্যাত সুরকার রাম-লক্ষ্মণ জুটির এক স্তম্ভ ছিলেন তিনি।‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘এজেন্ট বিনোদ’ ইত্যাদি সিনেমার জনপ্রিয় গানে তাকে মনে রাখবেন বলিউড-প্রেমীরা।  শনিবার (২২ মে) হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৮ বছর বয়সে মৃত্যু হয় খ্যাতনামা এ সুরকারের।  সুরকারের ছেলে অমর জানান, শনিবার দুপুর দু’টো নাগাদ নাগপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ৬ দিন আগে কোভিড টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন সুরকার। নেওয়ার সঙ্গে সঙ্গে কোনও অসুবিধা হয়নি। কিন্তু বাড়ি ফিরতেই দুর্বল হয়ে পড়েন তিনি। চিকিৎসক বাড়িতে এসেই পরীক্ষা নিরীক্ষা করছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।রাম-লক্ষ্মণ জুটির আর এক সুরকার সুরেন্দ্রর মৃত্যু হয় ১৯৭৬ সালে। কিন্তু তার পরেও নাম বদল করেননি বিজয়। রাম-লক্ষ্মণ হিসেবেই বলিউডের বিখ্যাত সিনেমাতে সুর দিয়েছেন তিনি। আর সকলের সঙ্গে বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকরও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বিজয়ের মৃত্যুতে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত