স্পোর্টস ডেস্ক : কিছুদিন আগে এফএ কাপের শিরোপা জেতার পর মাঠেই ফিলিস্তিনের পতাকা উড়িয়ে আলোচনায় এসেছিলেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। এবার একই পথে হাঁটলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার পল পগবাও।মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাটিতে রেড ডেভিলদের এটাই মৌসুমের শেষ ম্যাচ। করোনা মহামারির কারণে এতদিন মাঠে দর্শক ঢুকতে না পারলেও এই ম্যাচে হাজার দশেক দর্শক উপস্থিত ছিলেন। দর্শক উপস্থিতিতে ম্যাচ শেষে পুরো মাঠ ঘুরে দর্শকদের অভিনন্দন গ্রহণ করেন ইউনাইটেডের খেলোয়াড়রা। আর ওই সময় ক্লাব সতীর্থ আমাদের সঙ্গে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায় পগবাকে। তবে এ কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার।কয়েক সপ্তাহজুড়ে চলা ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে ফিলিস্তিনিদের প্রতি বিশ্বজুড়ে সমর্থন ক্রমেই বাড়ছে। কিছুদিন আগে হাজারো মানুষ বিশাল মিছিল নিয়ে ম্যানচেস্টার সিটি সেন্টারে জড়ো হয়ে ‘ফ্রি ফিলিস্তিন’ বলে স্লোগান দেন। এর আগে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়েছেন মেসুত ওজিল, মোহামেদ সালাহ, হামজা চৌধুরী, মুনির এল-হাদ্দাদীসহ আরও অনেক ফুটবলার। ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের মুশফিকুর রহমান ও সাব্বির রহমানও ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে ইহুদীদের জন্য নতুন বসতি স্থাপন নিয়ে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে। উত্তেজনার মধ্যে গত জুমাতুল বিদার দিন আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায় ইসরায়েলের পুলিশ। শবে কদরের রাতেও ইসরায়েলের পুলিশ তাণ্ডব চালায়। প্রতিদিনই ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারদের হামলা বেড়েই চলেছে। আলজাজিরা ও এপির গাজা অফিসও গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল।ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ২১৮-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে অনেক শিশুও হামলার শিকার হয়ে নিহত হয়েছে। অন্যদিকে হামলার প্রতিবাদে গাজার প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হামাসের পাল্টা হাজার হাজার রকেট হামলায় দিশেহারা ইসরায়েলে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। দুই পক্ষের হামলায় প্রতিদিনই অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে গেছেন।