গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, ৮ শিশুসহ নিহত ১০

গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, ৮ শিশুসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক :গাজা উপত্যকায় ইসরায়েলে অব্যাহত বিমান হামলার পঞ্চম দিনে প্রাণ গেছে অন্তত ১০ ফিলিস্তিনির।  ইসরায়েলি গোলা এদিন গাজার একটি শরণার্থী শিবিরে আঘাত হানলে আট শিশুসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়।শনিবার (১৫ মে) এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।
শনিবার ভোরের দিকে উদ্ধারকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধারের সময় ধ্বংসস্তূপের নিচে আরো দেহ থাকতে পারে বলে জানায়। হামাস তাদের অধিকৃত যে অংশ নিয়ন্ত্রণ করে সেখান থেকে দক্ষিণ ইসরায়েলের আসকেলোন ও আশদদ রকেট হামলা চালিয়েছে। তবে এতে কোনো হতাহতের খবর মেলেনি।

গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ শিশুসহ ১৩৯ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে গাজা উপত্যকায়। আহত হয়েছেন অন্তত হাজারখানেক। অধিকৃত পশ্চিম তীরে মারা গেছেন ১৩ জন ফিলিস্তিনি।

জাতিসংঘ জানিয়েছে, হামলা থেকে বাঁচতে এ পর্যন্ত ১০ হাজার ফিলিস্তিনি বাড়ি-ঘর ছেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনের সপক্ষে বিক্ষোভ চলছে।

অপরদিকে আটজন ইসরায়েলি মারা গেছে হামাসের হামলায়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি

সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে প্রবেশে বাধা নেই: খুরশিদ আলম