রাতেও গাড়ির ব্যাপক চাপ, উত্তরের মহাসড়কে যানজট

রাতেও গাড়ির ব্যাপক চাপ, উত্তরের মহাসড়কে যানজট
সিরাজগঞ্জ: ঈদে ঘরে ফেরা যাত্রী বহনকারী যানবাহনের চাপে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। বুধবার (১২ মে) সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে যানবাহনের চাপ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গগামী হাজার হাজার গাড়ি আসতে থাকে। দিনভর ট্রাক, মাইক্রোবাসে যাত্রী এলেও সন্ধ্যার পর থেকে বিপুল সংখ্যক যাত্রীবাহী দূরপাল্লার বাসও চলাচল করছে। ফলে অতিরিক্ত যানবাহনের চাপে মহাসড়কের সয়দাবাদ, মুলিবাড়ী ও কড্ডার মোড় এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ সার্কেল) শাহীন কবির জানান, মহাসড়কে প্রচুর গাড়ির চাপ রয়েছে। মাঝে মধ্যে থেমে থেমে যানজট সৃষ্টি হলেও পুলিশ তাৎক্ষণিক সেটা নিরসন করছে। কখনো গাড়ীগুলো দীর্ঘ লাইনে দাড়িয়ে ধীরগতিতে চলাচল করছে। মহাসড়কে শৃংখলা রক্ষায় পুলিশের মোবাইল দল, পেট্রোল টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও ট্রাফিক ও হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন