জম্মু ও কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ভারতীয় পুলিশসহ নিহত ৪

জম্মু ও কাশ্মীরে ‘বন্দুকযুদ্ধে’ ভারতীয় পুলিশসহ নিহত ৪

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে এক পুলিশ সদস্য ও তিন সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে শ্রীনগরের কাছে অবস্থিত পান্থচৌক এলাকায় এই এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ এবং ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) ওপর সন্ত্রাসীরা হামলা চালানোর পর এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মীর পুলিশের কর্মকর্তারা জানান, পান্থচৌক চেকপোস্টে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সন্ত্রাসীরা। পরে পুলিশ ধাওয়া করলে এক পর্যায়ে তারা কোণঠাসা হয়ে পড়ে।

জম্মু ও কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার বলেন, গোলাগুলির সময় আমরা পুলিশের বিশেষ অপারেশন গ্রুপের একজন সাব-ইন্সপেক্টরকে হারিয়েছি।

গট ৩৬ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে এ নিয়ে তৃতীয় বন্দুকযুদ্ধে ঘটনা ঘটলো । এই বন্দুকযুদ্ধের ঘটনায় শুক্রবার সন্ধ্যা থেকে সেখানে ১০ সন্ত্রাসী নিহত হয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন: সেতুমন্ত্রী