মানিকগঞ্জ: ঝড়ো বাতাসের কারণে মাঝ পদ্মায় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৩ মে) দুপুর পৌনে ২টার সময় ফেরি চলাচল বন্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছেন পাটুরিয়া ঘাটের দ্বায়িত্বরত সার্জেন্ট গোলজার। তিনি বলেন, হঠাৎ করে প্রচণ্ড বাতাস শুরু হওয়ায় মাঝ পদ্মায় বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। এদিকে পারাপারের অপেক্ষায় ঘাটে বর্তমানে কোনো যানবাহন নেই বলে জানান তিনি।