তিন দিনে বঙ্গবন্ধু সেতুতে ৭ কোটি ৪৯ লাখ টাকা টোল আদায়

তিন দিনে বঙ্গবন্ধু সেতুতে ৭ কোটি ৪৯ লাখ টাকা টোল আদায়
টাঙ্গাইল: করোনা ভাইরাসের মধ্যেও বঙ্গবন্ধু সেতু দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। গত তিন দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে এক লাখ ২৫ হাজার ৪৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় করা হয়েছে সাত কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ৩৬০ টাকা। বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, করোনা ভাইরাসের মধ্যেও স্বাভাবিকের তুলনায় রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়ে। গত ১০ মে এই সেতু দিয়ে ৩১ হাজার ৮৯৯টি বিভিন্ন ধরনের যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ২০ লাখ ২৭ হাজার ৬৩০ টাকা। ১১ মে যানবাহন পারাপার হয়েছে ৪১ হাজার ৬২৫টি। এতে টোল আদায় হয়েছে দুই কোটি ৫৬ লাখ টাকা। ১২ মে ৫১ হাজার ৯৪২টি যানবাহন পারাপার হয়েছে এই সেতু দিয়। এসময় টোল আদায় হয় দুই কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা। তবে এই হিসাব আগের দিন সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ধরা হয়। এ কারণে বুধবার (১২ মে) সকাল ৬টার পর থেকে হিসাব দিতে পারেননি সেতু কর্তৃপক্ষ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি