রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দু’জন পথচারী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।শনিবার (৮ মে) বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের সামনে এই দুঘটনা ঘটেছে।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেছে।রাজশাহীর গোদাগাড়াী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ট্রাকটি একটি এক্সেভেটর মেশিন নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিল। শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে দুই জন পথচারীকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে আর চালককেও আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান রাজশাহীর গোদাগাড়ী থানার এই পুলিশ কমকর্তা।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।