গোদাগাড়ীতে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু

গোদাগাড়ীতে ট্রাকচাপায় দুই পথচারীর মৃত্যু
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক চাপায় দু’জন পথচারী নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।শনিবার (৮ মে) বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের সামনে এই দুঘটনা ঘটেছে।আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গেছে।রাজশাহীর গোদাগাড়াী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান  জানান, ট্রাকটি একটি এক্সেভেটর মেশিন নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আনমুরা থেকে গোদাগাড়ীর দিকে আসছিল। শহীদ ফিরোজ চত্বরে বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে দুই জন পথচারীকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে আর চালককেও আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান রাজশাহীর গোদাগাড়ী থানার এই পুলিশ কমকর্তা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি