“আগানগর ইউনিয়ন হবে ঢাকা জেলার মডেল শহর”- হাজী মো:জাহাঙ্গীর শাহ খুশি

“আগানগর ইউনিয়ন হবে ঢাকা জেলার মডেল শহর”- হাজী মো:জাহাঙ্গীর শাহ খুশি
মোস্তাকিম ফারুকীঃ আগানগর ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ উপজেলার অধীন কেরানীগঞ্জ দক্ষিণ থানার একটি  গুরুত্বপূর্ণ  ইউনিয়ন। উক্ত ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাজী মো:জাহাঙ্গীর শাহ খুশি ঢাকা জেলার দুইবারের শ্রেষ্ঠ চেয়ারম্যান। ৫ই মে,রোজ বুধবার ইউনিয়ন পরিষদের সামনে থেকে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহিনের পরামর্শ ও নির্দেশনায় এলাকার অসহায় মানুষদের মাঝে ত্রাণ দেওয়ার সময় তিনি বলেন, “আগানগর হবে ঢাকা জেলার মধ্যে মডেল শহর।” তিনি আরও বলেন, আমার এলাকায় একটি মানুষও খাদ্যের অভাবে থাকবে না। ইতিমধ্যে আমরা দরিদ্র পরিবারগুলোর লিস্ট করে তাদের চাহিদা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করে দিচ্ছি। তাছাড়া সরকার প্রদত্ত সকল ধরনের ভাতা, যেমনঃ বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি সবগুলো আমরা সঠিক যাচাই করে যোগ্য লোকের হাতে পৌছে দিচ্ছি।
শুধু ত্রাণ দেওয়ার মধ্যেই আমরা সীমাবদ্ধ নই, মানুষের যোগ্যতা অনুযায়ী আমরা কর্ম সংস্থানেরও ব্যাবস্থা করে দিচ্ছি। ইতিমধ্যে মহিলারা ঘরে সেলাই মেশিন দিয়ে নিত্যনতুন পোশাক তৈরি করছে যা দেশে বস্ত্র শিল্পে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে পাশাপাশি নিজেরাও স্বাবলম্বী হবে। যে সকল বাড়িতে অল্প শিক্ষিত বেকার তরুণ  ছেলে মেয়ে আছে তাদের কে ইউনিয়ন পরিষদে কম্পিউটার প্রশিক্ষণের ব্যাবস্থা করে দেওয়া হয়েছে এবং আউটসোর্সিং কাজের সুযোগ করে দেওয়া হচ্ছে।আগানগরের পরিবেশ দুষণ প্রতিরোধে কোন ব্যাবস্থা আছে কি না? এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর শাহ খুশি বলেন,  অত্যন্ত আনন্দের জানাচ্ছি ঢাকা-৩ আসনের এম.পি, বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু মহোদয়ের পরিকল্পনায় বর্জ্য নিষ্কাশনের জন্য আমরা এক অনন্য পদক্ষেপ হাতে নিচ্ছি। এলাকার সকল ময়লা সঠিক ভাবে সংরক্ষণ করা হবে এবং সেই ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের একটা প্রজেক্ট হবে। এই প্রজেক্টের ফলে এলাকায় আর কোন ময়লা হবে না এবং ২৪ ঘন্টা বিদ্যুৎ নিশ্চিত হবে।
শিক্ষা জাতির মেরুদণ্ড। সেজন্য আগানগর কে শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য আমরা পথ শিশুদের স্কুল চালু করেছি, যেখানে বিনামূল্যে পড়ালেখার সুযোগ আছে। শুধু পড়াশোনার পাশাপাশি বিনামূল্যে ছাত্রছাত্রীদের প্রতিদিন টিফিনের ব্যবস্থা করা হয় এবং তাদের স্কুল ড্রেস বিনামূল্যে প্রদান করা হয়।এভাবেই শিক্ষা এবং কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে আগানগর কে ঢাকা জেলার মডেল শহর হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন