সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত চারজন।সোমবার (৩ মে) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজার ও ৯ নম্বর ব্রিজ এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহত দু’জনের মধ্যে একজন হলেন জেলার উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া এলাকার সলিমউদ্দিনের ছেলে মো. শাহিন হাসান আলী (৪৪)। অন্যজন ট্রাক চালকের সহযোগী (হেলপার) বলে জানা গেলেও নাম-পরিচয় জানা যায়নি।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, সকালে ৯ নম্বর ব্রিজ এলাকায় একটি ট্রাক ও জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।অপরদিকে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় রাজশাহীগামী সংবাদপত্র পরিবহনের একটি ট্রাককে পেছন থেকে পাথর-খোয়া বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় সংবাদপত্রের গাড়িটি। এতে শাহীন নামে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন ও একজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।