মোদীর পরিবর্তন, নাকি মমতার প্রত্যাবর্তন, ভাগ্য গণনা শুরু

মোদীর পরিবর্তন, নাকি মমতার প্রত্যাবর্তন, ভাগ্য গণনা শুরু
তবে রাজ্যে আসন সংখ্যা হওয়ার কথা ছিল ২৯৪টি। কিন্তু মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনে দুই প্রার্থীর করোনায় মৃত্যু হওয়ার কারণে ওই দুই আসনে ১৬ মে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অপরদিকে, দুটি কেন্দ্রের দিকে নজর থাকবে সবার। প্রথম, মমতার প্রার্থী হওয়া কেন্দ্র পশ্চিম মেদিনিপুরের নন্দীগ্রাম। ওই কেন্দ্রের গণনা হচ্ছে হলদিয়ায়। অপরটি মমতার ছেড়ে আসা দক্ষিণ কলকাতার কেন্দ্র ভবনীপুর। যেটির গণনা হচ্ছে ওই অঞ্চলের একটি স্কুলে।

ফলে ভোট রণক্ষেত্রে কে হাসবেন আর কে পরাস্ত হবেন, মোদী না মমতা? তার নির্বাচনী মার্কসিটের উত্তর মিলতে থাকতে আর কিছুক্ষণ পর থেকেই। তবে শুধু পশ্চিমবাংলা নয়, বাংলার সঙ্গে ভারতে ভোট হয়েছিল আসাম, কেরল, তামিলনাড়ু এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরিতে। পাঁচ রাজ্যেই ফল মিলবে রোববারই। বাংলায় বিধানসভা ভোটের ইতিহাসে এমন নাটকীয় নির্বাচনী প্রক্রিয়ার এর আগে সাক্ষী থেকেছে কিনা রাজ্যবাসী, তা সন্দেহ রয়েছে! সমীক্ষা অনুযায়ী রাজ্যে এগিয়ে আছে মমতার দল। তবে খুব একটা জোর গলায় মমতাকে এগিয়ে রাখেনি এক্সিট পোলগুলো। বরঞ্চ তারা জানিয়েছে বাংলার প্রতি কেন্দ্রেই লড়াই হবে হাড্ডাহাড্ডি। ফলে একুশে ভোটে রাজ্যবাসী কার হাত ধরলো আর কার থেকে মুখ ফেরালো তার উত্তর আর কিছু সময়ের পরই মিলবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন