‘ধূমপানমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে’

‘ধূমপানমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে’
ইউনিভার্সিটি  প্রতিনিধি :   ১৭ কোটি মানুষের ১৭ কোটি চিন্তাভাবনাকে একত্রিত করে ধূমপানমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।  বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটি-ডাস আয়োজিত গণপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পুলিশের ভূমিকা শীর্ষক ওয়েবিনারে তিনি এ মন্তব্য করেন।ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটির তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বকুলের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে যুক্ত ছিলেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, ব্যরিস্টার নিসহাত মাহমুদ, মো. রবিউল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দ মাহবুবুল আলম।শামসুল হক টুকু বলেন, ১৭ কোটি মানুষের ১৭ কোটি চিন্তাভাবনাকে একত্রিত করে ধূমপানমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়, দায়িত্ব এদেশের কোটি মানুষের যারা বিভিন্ন ভাবে প্রতিনিধিত্ব করেন তাদেরও। জনিপ্রতিনিধিদেরও দায়িত্ব থাকতে হবে। ধূমপান একটি ক্ষতিকর বিষয় জীবনহানিকর বিষয় এটা সবাইকে বোঝাতে হবে। তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে। মাদকমুক্ত-ধূমপানমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইলে প্রথমেই আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটি হওয়া দরকার। শুধু সরকারের সিদ্ধান্ত না, শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আছে তার সিদ্ধান্ত নয় বাংলাদেশে যেসমস্ত সেবামূলক সংগঠন, রাজনৈতিক সংগঠন কাজ করে প্রত্যেকের দায়িত্ব যুব সমাজ ও পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করা।সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, তামাক মানুষের জীবণে ক্ষতিকর। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই। যারা ধূমপান করে তারাও এই ধূমপান বা তামাক থেকে বের হয়ে আসতে চায়।  সভায় পাবলিক প্লেস ও গণপরিবহনে কেউ ধূমপান করলে পুলিশ যেন জরিমানা করতে পারে সেই সুযোগ দিতে সংশ্লিষ্টদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন বক্তারা। পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর হস্তেক্ষেপে ও সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তে ধীরে ধীরে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যেয় ব্যক্ত করেন তারা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ট্রাকের ধাক্কায় অটোভ্যান চালক নিহত 

গ্রাম আদালত পরিচালনায় সারা দেশে ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা আবারও প্রথম