ফাইজারের ১ লাখ ডোজ টিকা দেশে আসবে মে মাসে

ফাইজারের ১ লাখ ডোজ টিকা দেশে আসবে মে মাসে
ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগনিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও করোনাবিষয়ক মুখপাত্র মোহাম্মদ রোবেদ আমিন জানিয়েছেন, কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত এক লাখ ডোজ টিকা আসবে মে মাসে।রোববার (২৫ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে একথা জানান তিনি। তিনি বলেন, স্বাস্থ্য অধিপ্তরের থেকে বেক্সিমকোকে বলা হয়েছে, অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকার ব্যবস্থা যেন মে মাসের মধ্যে করা হয়। ‘সম্প্রতি জরুরি প্রয়োজনে টিকা পেতে আমাদের দেশসহ ছয়টি দেশের সমন্বয়ে একটি জোট তৈরি হয়েছে। ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসেলিটি টু সাউথ এশিয়া ফোরামে নেপাল, আফগানিস্তান, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এখানে যদি টিকা আসে আমরাও টিকা পাবো। ’

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি