বাবরকে প্রশংসার বৃষ্টিতে ভেজালেন ইনজামাম

বাবরকে প্রশংসার বৃষ্টিতে ভেজালেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক: ব্যাটিং তাণ্ডব একেই বলে! ক্রিকেট ব্যাকরণ মেনেও যে আগ্রাসী হয়ে ওঠা যায়, বাবার আজমের ব্যাটিং বুঝি সেটিই প্রমাণ করে যায়। সাবলীল ব্যাটিংয়ে গায়ের জোরে নয়, বরং টেকনিকে কী অসাধারণ সব শট খেললেন পাকিস্তান অধিনায়ক। যাতে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার করা ২০৩ রানও সহজে উতরে যায় পাকিস্তান। আর রেকর্ড গড়া সেঞ্চুরিতে বাবর নিজেকে নিয়ে চলেন উঁচু থেকে উঁচুতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে আক্ষরিক অর্থেই তাণ্ডব চালিয়েছেন বাবর। পাকিস্তান অধিনায়ক ৫৯ বলে খেলেন ১২২ রানের বিধ্বংসী ইনিংস। শুধু দক্ষিণ আফ্রিকা সফরে নয়, বাবর পারফর্ম করে যাচ্ছেন নিয়মিত। তাই পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক প্রশংসার বৃষ্টিতে ভেজালেন এই ব্যাটসম্যানকে। জানালেন, বাবরের মতো ধারাবাহিক পারফর্মার তিনি কখনও দেখেননি। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ইউটিউব চ্যানেলে বেশ ‘অ্যাকটিভ’। নিজেদের মতামত প্রকাশের জন্য এই মাধ্যমকে বেছে নিয়েছেন অনেকেই। তাদের অন্যতম ইনজামাম। নিজের ইউটিউভ চ্যানেলে তিনি বাবরকে ভাসালেন প্রশংসার জোয়ারে। পাকিস্তান অধিনায়কের ঝড়ো সেঞ্চুরিতে সেঞ্চুরিয়নের ম্যাচ ৯ উইকেটে জিতে টি-টোয়েন্টি সিরিজে সফরকারীরা ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ইনজামাম নতুন ভিডিও পোস্ট করেছেন ইউটিউবে। বাবর সম্পর্কে ইনজামাম বলেছেন, ‘পাকিস্তান দলে এমন ব্যাটিং পারফরম্যান্স আমি আগে কখনও দেখিনি। বাবরের প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। আমি বলেছিলাম, আগের ম্যাচে সে তার উইকেট হারিয়ে কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েছিল, কারণটা হলো পাকিস্তানের ব্যাটিং গভীরতায় ঘাটতি। তবে এবার সে অনায়াস এক ইনিংস খেললো, যেখানে দুর্দান্ত সব শটের ডালি সাজানো। তাকে নাম্বার ওয়ান ব্যাটসম্যান বলাটা মোটেও ভুল হবে না।’ টি-টোয়েন্টিতে বাবরের দাপট আগে থেকেই, ওয়ানডের ব্যাটিং র‌্যাংকিংয়ের সিংহাসনটাও দখলে নিয়েছেন পাকিস্তান ব্যাটসম্যান। বিরাট কোহলির আধিপত্য ভেঙে নতুন র‌্যাংকিংয়ের চূড়ায় বসেছেন তিনি। সঙ্গে টি-টোয়েন্টির ধারাবাহিকতা তো আছেই। তাই ইনজামামের চোখে, ‘বাবর যে ধরনে খেলোয়াড়, ও শুধু পাকিস্তান নয়, গোটা ক্রিকেট বিশ্বের রেকর্ড নতুন করে লিখছে। বাবর আজমের মতো ধারাবাহিক পারফর্মার আমি কখনও দেখিনি।’

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন