নিজস্ব প্রতিবেদক: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড থেকে ঋণ নেওয়ার ঘটনায় বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১২৯ জনকে তলব করেছেন হাইকোর্ট।আগামী ২৪ ও ২৫ মে তাদের হাইকোর্টে হাজির হয়ে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নেওয়া ১৮শ’ কোটি টাকা কীভাবে ফেরত দেবে সে বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে।বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্টের একক বেঞ্চ ১৬ মার্চ এ আদেশ দেন। বুধবার (০৭ এপ্রিল) ওই আদেশের লিখিত অনুলিপি পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের আবেদনে এ আদেশ দেওয়া হয়।আদালতে আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। তিনি জানিয়েছেন, প্রশান্ত কুমার হালদারসহ ১২৯ ব্যক্তি ১৮শ’ কোটি টাকা ঋণ নিয়ে তা আর ফেরত দিচ্ছেন না। আদালত তাদের হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন।এর আগে ওই প্রতিষ্ঠান থেকে ১৮শ’ এক কোটি ২ লাখ ১৪ হাজার ৪১১ টাকা ঋণ নিয়ে ফেরত দিচ্ছে না এমন ১২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ও গৃহীত ঋণের টাকার হিসাব দাখিল করা হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।