রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল

রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল
 নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।শনিবার (৩ এপ্রিল) সকালে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, রুহুল কবির রিজভীর অক্সিজেন লেবেল আগের চেয়ে উন্নতি হয়েছে।তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন। তবে তাকে এখনো আইসিইউতে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলে কেবিনে নেওয়া হবে।রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার শনিবার সকালে বলেন,  স্যারের অবস্থা শুক্রবারের চেয়ে একটু ভালো। স্যার আশু রোগ মুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।গত ১৬ মার্চ রুহুল কবির রিজভীর করোনা টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। ১৭ মার্চ তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে বৃহস্পতিবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন