রমজানে করোনার টিকা না নিয়েও করা যাবে ওমরাহ

রমজানে করোনার টিকা না নিয়েও করা যাবে ওমরাহ
আন্তর্জাতিক ডেস্ক : রমজানে বিশ্বের নানা প্রান্ত থেকে ওমরাহ করার জন্য সৌদি আরবে ভিড় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। করোনা পরিস্থিতির অবনতির মধ্যে ওমরাহ পালনে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা।তবে সুখবর দিল সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।  সংস্থাটি জানায়, আসন্ন রমজানে করোনার টিকা না-নিলেও ওমরাহ পালন করা যাবে।আরব নিউজ এক প্রতিবেদনে এ খবর জানায়।এর আগে চলতি সপ্তাহের শুরুতে একটি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ১২ এপ্রিল রমজান শুরু হওয়ার আগে হজ ও ওমরাহ-সম্পর্কিত সেবার সব কর্মীকে টিকা নিতে হবে।এতে আরও বলা হয়, যেসব কর্মী টিকা গ্রহণ করেননি, তাদের অবশ্যই করোনা নেগেটিভ আসার পিসিআর পরীক্ষার ফল দেখাতে হবে এবং প্রতি সপ্তাহে তা নবায়ন করতে হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন