মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত ৫৩৬

মিয়ানমারে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিহত ৫৩৬

আন্তজাতিক ডেস্ক : মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের দুই মাস পর চলমান বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংস অবস্থানে অন্তত ৫৩৬ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দেশটির মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস এক প্রতিবেদনে এই তথ্য জানায়। থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের সাবেক রাজবন্দীদের প্রতিষ্ঠিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, গত বুধবার পর্যন্ত অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে জান্তা কর্তৃপক্ষের হাতে ৫৩৬ জন নিহত হয়েছেন। অপরদিকে বন্দী রয়েছেন দুই হাজার সাত শ’ ২৯ জন। প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার রাতে মাগউই অঞ্চলের গ্যান্টগাও টাউনশিপে কালাই শহরমুখী রাস্তায় সামরিক বাহনকে আটকানো হলে জান্তা বাহিনী গুলি করলে অন্তত দুইজন নিহত হয়। সংস্থাটি আরো জানায়, জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত সশস্ত্র সংগঠনগুলোর একটি জোট অভ্যুত্থানের বিরুদ্ধে যুক্ত বিবৃতির পর মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে ওই সংগঠনগুলোর সংঘর্ষ শুরু হয়েছে। এতে বলা হয়, সংঘর্ষ থেকে বাঁচতে স্থানীয় বাসিন্দারা তাদের ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে এবং কয়েক জন সংঘর্ষের মধ্যে পড়ে আহত, এমনকি নিহত হয়েছে। ১ ফেব্রুয়ারি তাতমাদাও নামে পরিচিত মিয়ানমারের সামরিক বাহিনী দেশটিতে সেনা অভ্যুত্থান ঘটায় এবং প্রেসিডেন্ট উইন মিন্ট ও স্টেট কাউন্সিলর অং সান সু চিসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতার করে। সাথে সাথে দেশটিতে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্কের জেরে এই অভ্যুত্থান ঘটায় সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের বিভিন্ন শহরেই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দী রাজনৈতিক নেতাদের মুক্তির পাশাপাশি সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। সূত্র : আনাদোলু এজেন্সি

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি