গাজীপুরে সাফারি পার্কে মিললো যুবকের মরদেহ

গাজীপুরে সাফারি পার্কে মিললো যুবকের মরদেহ
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (৩০ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমজাদ শেখ জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভেতর ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ওই যুবককে হত্যা করা হয়েছে। তবে, নিহতের পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নিহতের পরনে সাদা চেক শার্ট ও ব্রাউন রঙের প্যান্ট রয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি