প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে: ডিআইজি

প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে: ডিআইজি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের নেতাকর্মী ও মাদরাসাছাত্রদের চালানো তাণ্ডবের ঘটনাগুলোতে করা প্রতিটি মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন।শুক্র, শনি ও রবিবার (২৮ মার্চ)-তিনদিন ধরে চালানো এ তাণ্ডবে আগুনে পুড়িয়ে দেওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন ও প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান সোমবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টায় পরিদর্শন করার সময় তিনি এ কথা জানান।পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখানে ২০টিরও স্পটে হামলা হয়েছে। সবগুলো ঘটনাতেই মামলা করা হচ্ছে। সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ টিম ডাকা হয়েছে। তারা প্রতিটি ঘটনাস্থল ঘুরে আলামত সংগ্রহ করবে। প্রতিটি ঘটনার মামলা বিশেষজ্ঞ টিম তদন্ত করবে।গত ২৮ মার্চের প্রশাসনের নিরব ভূমিকার বিষয়ে জানতে চাইলে ডিআইজি বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় পুলিশ নীরব ছিল না, সাধ্যমতো পুলিশ চেষ্টা করেছে। যতটুকু পেরেছে পুলিশ করেছে। বাইরে থেকে অতিরিক্ত পুলিশ এনে সাপোর্ট দেওয়া হয়েছে।  এ সময় ডিআইজির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন