চট্টগ্রাম: সাদার্ন ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা দিবসে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ মার্চ) সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে আলোচনায় অনলাইনে যুক্ত হন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিভিন্ন বিভাগের উপদেষ্টা, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা।
আলোচনায় সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে জাতি উদযাপন করছে সুবর্ণজয়ন্তী। একইসঙ্গে উদযাপন করছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ২৬ মার্চ বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় দিনটি। ‘১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে রচিত হয়েছিল বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখণ্ডের। জাতিসংঘ কর্তৃক উন্নয়নশীল দেশের স্বীকৃতিপত্রই প্রমাণ করে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং স্বাধীনতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। স্বাধীনতার ৫০ বছরে যা অর্জিত হয়েছে তা কোনো অংশে কম নয়। দীর্ঘ পথচলায় বাংলাদেশ শত বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে গেছে অদম্য লক্ষ্যে। দেশ এখন আর কোনো লেখকের কাল্পনিক কাহিনী তলাবিহীন ঝুড়ি নয় বরং উন্নয়নের রোল মডেল’। বক্তারা বলেন, বিশেষ দিবস পালনের উদ্দেশ্যে হলো বর্তমান শিক্ষার্থীদের কাছে দেশের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরা। যেকোনো জাতির সঠিক ইতিহাস উঠে আসতে কমপক্ষে ১০০ বছর অপেক্ষা করতে হয়। স্বার্থান্বেষী মহল ইতিহাস বিকৃতির যতই চেষ্টা করুক না কেন একদিন সত্য প্রকাশিত হয়। বঙ্গবন্ধুর দেখানো আদর্শ বুকে ধারণ করে দেশপ্রেমের মাধ্যমে আমাদের সকলকে উন্নয়ন কর্মকাণ্ডে আত্মনিয়োগ করতে হবে।পরে বীর শহীদ ও করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফেরাত এবং করোনা মহামারি থেকে মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।