আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আবারো বাড়ছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, রাশিয়া ও ফ্রান্স এই মুহূর্তে সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এদিকে, করোনায় প্রাণহানির সংখ্যার দিক দিয়ে ২য় অবস্থানে উঠে এসেছে মেক্সিকো। সংক্রমণ বাড়ছে ভারতেও। মেক্সিকোতে সরকারি হিসেবে এতদিন করোনায় মোট মৃত্যু ২ লাখ বলা হলেও শনিবারের পর এ সংখ্যা বেড়েছে প্রায় ৬০ শতাংশ। সরকার জানিয়েছে, দেশটিতে প্রকৃতপক্ষে করোনায় প্রাণ হারিয়েছেন ৩ লাখ ২১ হাজার মানুষ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দমন সম্ভব না হলে নতুন ধরনের মিউটেশনে ভ্যাকসিন প্রতিরোধী ক্ষমতা তৈরির মাধ্যমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে করোনা ভাইরাস- এমন শঙ্কা প্রকাশ করেছে জার্মানি। আর এমন পরিস্থিতি তৈরী হলে নতুন ভ্যাকসিন আবিষ্কার করে তা আবার নাগরিকদের নিতে হতে পারে। ব্রাজিলে টানা দ্বিতীয় দিনের মতো করোনায় মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার ৫শ’ জনের। শনাক্ত হয়েছেন প্রায় ৮৬ হাজার মানুষ। এপর্যন্ত দেশটিতে মোট প্রাণহানি ৩ লাখ ১০ হাজার। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এবছরের শেষের দিকে মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে ব্রাজিল। সংক্রমণ বেড়ে চলেছে ভারতে। দেশটিতে ২৪ ঘন্টায় প্রায় ৬৩ হাজার মানুষ করোনা শনাক্ত হয়েছেন যা পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ ৩১২ জন প্রাণ হারিয়েছেন। এদিকে, মহারাষ্ট্রে রোববার থেকে শুরু হচ্ছে রাত্রিকালীন কারফিউ। এরই মধ্যে ফ্রান্স থেকে আসা যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে স্পেন। নিম্ন আয়ের দেশগুলোতে কোভ্যাক্সের মাধ্যমে দ্রুত টিকা দেয়ার জন্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি আহ্বান জানিয়েছে দাতা সংস্থাগুলো। তবে যুক্তরাজ্য জানিয়েছে, নিজ দেশের নাগরিকদের টিকা দেয়ার পর এটি বিবেচনা করা হবে। এদিকে, করোনা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অ্যাকাউন্ট স্থগিত করেছে ফেসবুক। আর বিশ্বে একদিনে প্রাণ হারিয়েছেন সাড়ে নয় হাজারের বেশি মানুষ। শনাক্ত ৫ লাখ ৮০ হাজারের বেশি। এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু ২৭ লাখ ৮৯ হাজার ছাড়িয়েছে। মোট শনাক্ত প্রায় ১২ কোটি ৭২ লাখ ৯৪ হাজার।