আন্তর্জাতিক ডেস্ক : উইঘুর বিতর্কে মার্কিন ও কানাডিয়ান কর্মকর্তাদের ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং কানাডা।
শনিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের কর্মকর্তা এবং কানাডিয়ান এক আইন প্রণেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা জানায়। চীনা সরকারের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শনিবার এক বিবৃতিতে ব্লিংকেন বলেন, জিনজিয়াংয়ে চলমান গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ আন্তজার্তিক আদালতে তদন্তের দাবি রাখে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিড ট্রুডোও বেইজিংয়ের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন এবং মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। মানবাধিকার কর্মী এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা চীনের বিরুদ্ধে উইঘুর মুসলমানদের আটকে রেখে বাধ্যতামূলক শ্রম এবং বন্ধ্যাকরণের অভিযোগ এনেছে। তবে চীন বারবারই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।