নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের বিরোধীতা করে বিক্ষোভ সমাবেশ করবে হেফাজতে ইসলাম।শনিবার (২৭ মার্চ) পল্টনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে এ বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা।যাকে ঘিরে পল্টন এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে র্যাব-পুলিশ সদস্যরা।সরেজমিনে দেখা যায়, পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত পর্যাপ্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।এছাড়াও বায়তুল মোকাররম মসজিদে অবস্থান নিয়েছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক।এ বিষয়ে দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা বলেন, যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা বায়তুল মোকাররম মসজিদের আশপাশ এলাকায় শক্ত অবস্থান নিয়েছি। কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে আমরা কঠোর ব্যবস্থা নেবো।