ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ২ এপ্রিল মুক্তি

ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, ২ এপ্রিল মুক্তি
 বিনোদন ডেস্ক  : ২৬ মার্চ মহান স্বাধীনতার রজতজয়ন্তীতে মুক্তি পাওয়ার কথা ছিল শান্ত খান ও দীঘি জুটির প্রথম সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। গত ১৪ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেলেও সেটি স্থগিত করায় মুক্তি আটকে যায় সিনেমাটির।পুনরায় সেন্সর বোর্ডে প্রদর্শনের পর কিছু অংশ সংশোধন সাপেক্ষে চূড়ান্ত ছাড়পত্র পেল সিনেমাটি। মঙ্গলবার (২৩ মার্চ) এই ছাড়পত্র দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।এরই মধ্যে সিনেমাটি মুক্তির নতুন তারিখ ২ এপ্রিল ঘোষণা করা হয়েছে। গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে ছবির নায়ক শান্ত খান বলেন, ‘আজকে সেন্সর সনদ হাতে পেয়েছি। আগামী ২ এপ্রিল সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ’বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান। আর বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।  শাপলা মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন পিংকি আক্তার। ডিজিটাল ফরমেটে তৈরি এ সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১২ সেকেন্ড। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। এমনটাই উল্লেখ করা হয়েছে সেন্সর ছাড়পত্রে ।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি