চুয়াডাঙ্গা: সুনামগঞ্জের শাল্লায় হিন্দু গ্রামে হামলা-লুটপাটের প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। বুধবার (২৪ মার্চ) সকালে শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।অনিক চক্রবর্তীর উপস্থাপনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হেমন্ত সিংহ রায়, জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শুভেন্দু দেবনাথ শান্ত, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিশীত চক্রবর্তী, ধর্ম বিষয়ক সম্পাদক পান্না লাল ত্রিবেদী ও সহ-দপ্তর সম্পাদক রুদ্র দে প্রমুখ।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।