গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে অজ্ঞাত বস্তুর বিস্ফোরণে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে বোরহান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।এদের মধ্যে ঘটনাস্থলে নিহত বাড়ীওয়ালা বোরহান মিয়া (৪০) ও প্রতিবেশী ওহেদুল মিয়ার (২৮) নাম জানা গেলেও হাসপাতালে নেওয়ার পথে নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বোরহানের বাড়ির একটি ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বোরহান ও প্রতিবেশী ওহেদুলসহ অজ্ঞাত পরিচয় একব্যক্তি নিহত হন।তিনি আরো জানান, নিরাপত্তার কারণে বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। বোমা বিশেষজ্ঞদল এলে কি ধরনের বস্তুর বিস্ফোরণ হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে। এদিকে স্থানীয়রা জানান, বাড়িওয়ালা বোরহান উদ্দিন জমিতে কাজ করছিলেন। অজ্ঞাতপরিচয় দুইজন লোক এসে তাকে বাড়িতে ডেকে আনেন। তারা ঘরের ভেতরে প্রবেশ করার পর হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।