নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নে আগুনে ৩০টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
বুধবার (২৪ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দুপুরে ইউনিয়নের কালিকাপুর লালজুম্মারপাড় গ্রামের জাহিদুল ইসলামের বাড়ি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিশোরগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে আগুনে ১৮টি পরিবারের ৩০টি বসতঘর ও ঘরে থাকা নগদ তিন লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মকবুল হোসেন জানান, আগুন নেভাতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।এদিকে, বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কামাল বারী শাহ, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান শাপলা বেগম ও পুটিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ লিটন।উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কামাল বারী শাহ বলেন, সরকারিভাবে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে একটি করে কম্বল ও শুকনো খাবার দেওয়া হয়েছে।