হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি: আইসিইউ থেকে কাজী হায়াৎ

হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি: আইসিইউ থেকে কাজী হায়াৎ
বিনোদন ডেস্ক  : প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।সেখান থেকেই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।কাজী হায়াৎ পুত্র চিত্রনায়ক কাজী মারুফ তার ফেসবুক অ্যাকাউন্টে সোমবার (২৩ মার্চ) রাতে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন। যেখানে দেখা যায় আইসিইউ’র বেডে শুয়ে দোয়া চাইছেন কাজী হায়াৎ।ভিডিওবার্তায় কাজী হায়াৎ বলেন, ‘আমি এখন এই মুহূর্তে আইসিইউতে, ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। হয়তো এই যাত্রায় বেঁচেও যেতে পারি। আল্লাহর কাছে আপনাদের দোয়া অবশ্যই গ্রহণযোগ্য হবে। মানুষের দোয়া, সারা বাংলাদেশের ভক্তদের দোয়া, আমাকে বাঁচিয়ে রাখবে। ’রোববার (২১ মার্চ) বিকেলে কাজী হায়াতকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানান কাজী মারুফ। তিনি আরও জানান, এই বর্ষীয়ান নির্মাতার ফুসফুস ৪০ শতাংশেরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগের চেয়ে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে তার। এখন অক্সিজেন ১০ লিটার লাগছে। চিকিৎসক বলছেন তিনি সুস্থ হয়ে উঠবেন-এই অবস্থায় দুইদিন অতিবাহিত হলেই আর ঝুঁকি থাকবে না। গত ১০ মার্চ কাজী হায়াত জানান, স্ত্রীসহ তিনি করোনা আক্রান্ত। এরপর ১৫ মার্চ তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে তার স্ত্রী রোমিসা হায়াত এখন সুস্থ আছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন