চট্টগ্রাম: বঙ্গবন্ধু বাংলাদেশের মতো ভারতের মানুষের কাছেও শ্রদ্ধাশীল বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী।রোববার (২১ মার্চ) সন্ধ্যায় নগরের থিয়েটার ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত নৃত্যানুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বিখ্যাত নৃত্যশিল্পী মমতা শংকর ও তার দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, বঙ্গবন্ধু আধুনিক বাংলাদেশের স্থপতি। তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী এবং সাহসী নেতা। তিনি সারা জীবন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের পক্ষে কাজ করেছেন। বাংলাদেশের জন্য তাঁর ত্যাগ বিশ্বব্যাপী লাখ লাখ মানুষের অনুপ্রেরণার উৎস।ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে তিনি বলেন, ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুই দেশের বন্ধুত্বের ৫০ বছর পূর্তি হয়েছে। এই দীর্ঘ পথচলায় বাংলাদেশের উন্নয়নে আমরা আনন্দিত ও গর্বিত। ১৯৭১ সাল থেকে ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, পাকিস্তানিদের অত্যাচারে দেশের মানুষ যখন অসহায়, তখন পাশে ছিলেন ভারত। দুর্দিনে তারাই ছিলেন আমাদের বন্ধু। দেশের স্বার্থে এই বন্ধুত্ব অটুট রাখা অত্যন্ত জরুরি। পরে নৃত্যশিল্পী মমতা শংকর ও তার দলের পরিবেশনায় অনুষ্ঠিত হয় নৃত্যানুষ্ঠান। এ সময় আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।