লিডসের রেকর্ড গোলদাতা লরিমার আর নেই

লিডসের রেকর্ড গোলদাতা লরিমার আর নেই
স্পোর্টস ডেস্ক : লিডস ইউনাইটেডের সর্বকালের রেকর্ড গোলদাতা পিটার লরিমার মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।স্কটল্যান্ডের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার লিডসের হয়ে দুই স্পেলে ৭০৫ ম্যাচ খেলে ২৩৮টি গোল করেছিলেন।লিডসের কিংবদন্তি কোচ ডন রেভিয়ের অধীনে লরিমার জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও লিগ কাপ।জাতীয় দলের ক্যারিয়ারে লরিমান স্কটিশদের হয়ে ২১টি ম্যাচ খেলেছিলেন। ১৯৭৪ বিশ্বকাপে তিনি স্কটল্যান্ডের তিনটি ম্যাচেই মাঠে নেমেছিলেন। জাইরের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে একটি গোলও করেছিলেন তিনি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি